মাসুম পাঠানঃ
কিশোরগঞ্জেরর কটিয়াদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে সেনাবাহীনীর সহযোগীতায় করোনা প্রতিরোধে জনসাধারণকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে বের না হওয়ার জন্য প্রচারণা চালান। শুক্রবার সকাল দশটা থেকে মুমুরদিয়া ইউনিয়নে সচেতনতা কার্যক্রম শুরু করেন। এ সময় জনগণকে অযথা বাহিরে আড্ডা না দেয়া, প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়া,মাস্ক ব্যাবহার করার ব্যাপারে জনগণ কে অনুরোধ করেন। তারপর নির্বাহী মম্যাজিস্ট্রেট সেনাবাহিনী কে নিয়ে মানিকখালী বাজার পৌঁছান। সেখানে মা বাবার দোয়া স্টীল এন্ড কিং দোকান বেআইনীভাবে খোলা রাখার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ সময় রাস্তায় মাস্কবিহীন লোকদের কে মাস্ক পরিয়ে দেন। একে একে দিয়াকুল বাজার পার হয়ে করগাঁও বাজারে যান। সেখানে বেআইনীভাবে খোলা রাখা মোহাম্মদ হার্ডওয়্যার দোকান খোলা রাখার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মোঃ আশরাফুল আলম। এ সময় ক্যাপ্টেন সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে জনগনকে বুঝিয়ে ঘরে থাকার জন্য অনুরোধ করেছি আর আইন না মেনে দোকান খোলা রাখার অপরাধে দুটি দোকান মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় কটিয়াদী পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল সহযোগীতা করেন।
কটিয়াদীতে জনসচেতনতা মূলক প্রচারণা ও মোবাইল কোর্টে জরিমানা আদায়
প্রকাশ : Apr 03, 2020 | Comments Off on কটিয়াদীতে জনসচেতনতা মূলক প্রচারণা ও মোবাইল কোর্টে জরিমানা আদায়
