মাসুম পাঠান
কিশোরগঞ্জের কটিয়াদীতে গরু চুরি করতে গিয়ে জনতার ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় রাসেল (২৭) নামে এক চোর পানিতে পড়ে নিহত হয়েছে । এলাকাবাসী শাহীন (২৩) ও আনান (৩৫) নামে দুইজন চুর ও চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের বনগ্রাম পশ্চিমপাড়া গ্রামে। গণপিটুনিতে নিহত রাসেল কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালিয়া পাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র এবং আটক চুর শাহীন চৌদ্দশত ইউনিয়নের জালিয়াপাড়া গ্রামের আলাউদ্দিনের এবং আনান মিয়া একই ইউনিয়নের নোহার নান্দলা গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের বনগ্রাম পশ্চিম পাড়া গ্রামের মফিজ উদ্দিন (নায়েব) এর বাড়িতে হুমায়ুন কবীর বাদলের তিনটি গরু চুরেরদল গোয়ালঘর থেকে চুরি করে একটি জঙ্গলে নিয়ে যায়। সেখান থেকে পিকআপে উঠানোর সময় ঘটনাটি পাশের লিচু বাগানের পাহাড়াদারের চোখে পড়ে। পাহাড়াদার গরুর মালিক বাদল মিয়াকে ডেকে বিষয়টি জানালে বাদল মিয়া তার গোয়ালঘরে গরু না পেয়ে ডাকচিৎকার শুরু করে এবং মসজিদের মাইক থেকে এলাকাবাসীকে সহযোগিতার আহবান জানান। মাইকিং শুনে চোরদল গাড়ি নিয়ে রেললাইনের পাশ দিয়ে পালানোর চেষ্টা করে। এদিকে এলাকাবাসী সম্মিলিত ভাবে একই গ্রামের লতিফ মাস্টারের বাড়ির নিকট থেকে চুরির কাজে ব্যবহৃত গাড়িসহ তাদের রাসেল, শাহীন ও আনানকে আটক করে গণপিটুনি দেয়। পিটুনি খেয়ে পালানোর সময় রাসেল নামে এক চুর দৌড়ে পালানোর সময় ব্রীজের নিচে পানিতে পড়ে যায়। শুক্রবার ভোরে পানিতে তার লাশ পাওয়া যায়। তাদের সহযোগী অন্য তিন চুর পালিয়ে গেছে। সংবাদ পেয়ে গচিহাটা তদন্ত কেন্দ্র ও কটিয়াদী মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ও পিকআপে থাকা দেশীয় ধারালো অস্ত্র ও নিহতের লাশ উদ্ধার করে। গরুর মালিক হুমায়ুন কবীর বাদল জানান, তার তিনটি গরুর আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা হবে। বনগ্রাম ইউপি চেয়ারম্যান কামল হোসেন মিলন বলেন, ঘটনার সংবাদ পেয়ে গ্রামবাসী চোরদলকে তাড়া করে দুই জনকে আটক করে এবং একজন পালাতে গিয়ে পানিতে পড়ে মারা যায় । কটিয়াদী মডেল থানার ওসি এমএ জলিল বলেন, আটককৃতদের গাড়ি থেকে ধারলো দেশীয় অস্ত্র (চাপাতি, ছোরা) উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্ত্রের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। গণপিটুনিতে নিহতের ঘটনায় একটি এবং ডাকাতির ঘটনায় একটি মোট দুটি মামলার প্রস্তুতি চলছে। পালিয়ে যাওয়া অপর চুরদের গ্রেফতারে অভিযান চলছে।
কটিয়াদীতে জনতার ধাওয়ায় পালানোর সময় পানিতে পড়ে গরু চুর নিহত গাড়ি ও ধারালো অস্ত্রসহ আটক ২
প্রকাশ : May 22, 2020 | Comments Off on কটিয়াদীতে জনতার ধাওয়ায় পালানোর সময় পানিতে পড়ে গরু চুর নিহত গাড়ি ও ধারালো অস্ত্রসহ আটক ২
