logo

কটিয়াদীতে ছাত্রলীগ নেতার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে মসূয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোস্তাকিনের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের উপজেলার মসূয়া বাজারে ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক বাবু ও তারেক হাসনাত তারেক, উপজেলা ছাত্রলীগনেতা আনিছুর রহমান উজ্জল, তরিকুল ইসলাম, সম্রাট আলমগীর, আফজাল হোসেন, সাকিবুল হাসান সোহাগ, সাকিবুল হাসান মুন্না প্রমুখ।

উল্লেখ্য গত ১৮ আগষ্ট মঙ্গবার রাতে এইচএসসি প্রথম বর্ষ ভর্তির আবেদনকে কেন্দ্র করে মোস্তাকিনের সাথে তর্কবিতর্ক হয়। এরই জের ধরে ১৯ আগষ্ট বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মামুন মিয়া, শাকিব মিয়া ও তুহিন ও আরো অজ্ঞাতনামা ৩/৪ জন লোহার রড ও কাঠের লাঠি দিয়ে ছাত্রলীগ নেতা মোস্তাকিনের ব্যবসা প্রতিষ্ঠান মসূযা বাজারে মুন্নী ভ্যারাইটিজ ষ্টোরে এসে হামলা চালিয়ে তাকে আহত ও দোকানে ভাংচুর করে। মোস্তাকিন এখন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে মোস্তাকিনের মা জেসমিন আক্তার বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে