নূর আলম গন্ধি, বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে চলতি রোপাআমন মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও সময় মতো বৃষ্টিপাত হওয়ায় চাষিরা জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ ব্যাপারে কথা হয় কটিয়াদী উপজেলা কৃষি অফিসের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ্ খাঁনের সাথে তিনি জানান, চলতি রোপাআমন মৌসুমে কটিয়াদী উপজেলায় ৬৫হেক্টর জমিতে হাইব্রিড, ১০হাজার একশত ৫০হেক্টর জমিতে উফশী জাতের রোপাআমন, ১হাজার দুইশত ২৫হেক্টর জমিতে স্থানীয় জাতের ধানসহ মোট ১১হাজার চারশত ৪০হেক্টর জমিতে রোপাআমন ধান রোপণের লক্ষমাত্রা নির্ধারণ করে আমন ধান রোপণ শুরু করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষমাত্রা পূরণের পাশাপাশি অত্র উপজেলায় আমনের ভাল ফলন আশা করা যাচ্ছে। তাছাড়া কৃষকদের পাশে থেকে ফসল উৎপাদনের যাবতীয় কারিগরি পরামর্শ প্রদান করে যাচ্ছেন ব্লক পর্যায়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ। বানিয়াগ্রাম গ্রামের চাষি কালা মিয়া, আহাব উদ্দিন, ফরিদ মিয়া, ভূট্রো মিয়া জানান এ বছর বিআর-২৫,ব্রি ধান-৪৯,ব্রি ধান-৫২,ব্রিধান-৩২জাতের আমনধান রোপণ করতেছি ধানের চারা ভাল আছে, কৃষি বিভাগ থেকে সময়ে সময়ে বিভিন্ন পরামর্শ পাচ্ছি। বানিয়াগ্রাম ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সংকর কুমার সরকার জানান, রোপাআমন ধানের এ মৌসুমকে সামনে রেখে চাষিদের সুষম সার ব্যবহার, ল্যাগ, পার্চিং, গুটি ইউরিয়া ব্যবহার, এল সি সি ব্যবহার, সারিতে রোপন পদ্ধতি সহ সকল বিষয়ে সার্বিক পরামর্শ প্রদান করে যাচ্ছি যাতে চাষিরা ধান চাষে লাভবান হতে পারেন।
কটিয়াদীতে চাষিরা রোপাআমন ধানের চারা রোপণে ব্যস্ত
প্রকাশ : Aug 06, 2016 | Comments Off on কটিয়াদীতে চাষিরা রোপাআমন ধানের চারা রোপণে ব্যস্ত
