logo

কটিয়াদীতে চাঁদাবাজরা ভেঙ্গে দিল মুক্তিযোদ্ধার পা

মাসুম পাঠান, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের একদল চাঁদাবাজ মুক্তিযোদ্ধা আ: হামিদকে (৬৫) লোহার রড দিয়ে পিটিয়ে তার বাম পা ভেঙ্গে দিয়েছে। কিল ঘুষি লাথি মেরে জামা কাপড় ছিড়ে লাঞ্ছিত করে মোবাইল ফোন ও নগদ টাকা পয়সাও ছিনিয়ে নিয়ে যায়। আহত আ. হামিদ এখন কটিয়াদী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  ঘটনাটি ঘটেছে ১ মে সোমবার সকাল ৯ টার সময় কটিয়াদী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে।
মুক্তিযোদ্ধা আ: হামিদের সাথে কথা বলে জানা যায়, তিনি ঢাকা বারডেম হাসপাতালে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। দুই বছর পূর্বে চাকুরি হতে অবসর নিয়ে বাড়িতে চলে আসেন। দুই ছেলে মাহতাব উদ্দিন (৪০) ও আনিসুজ্জামান রানা (৩৫) অন্য মালিকের  সিএনজি ভাড়ায় চালাতেন। সিএনজি নিয়ে তার ছেলে স্ট্যান্ডে গেলে স্ট্যান্ডের চাঁদাবাজরা তার নিকট ১৫হাজার টাকা চাঁদা দাবী করে। এ নিয়ে বিতর্কের সৃষ্টি হলে আ: হামিদ সেখানে যাওয়ার পর পায়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। মুক্তিযোদ্ধার পুত্র মাহতাব উদ্দিন বাদী হয়ে হানিফ, জাহাঙ্গীর হোসেন, মিজান মিয়া, আল আমিন, খায়রুল মিয়া ও টিপু মিয়াকে আসামী করে একটি অভিযোগ থানায় দায়ের করে। কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি মো. মতিউর রহমান  জানান মুক্তিযোদ্ধা আ. হামিদের উপর হামলাকারী সস্ত্রাসি চাঁদাবাজদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।  কটিয়াদী থানার ওসি (তদন্ত) আবুল হোসেন জানান, মামলাটির তদন্ত চলছে। অপরাধীদের বিরোদ্ধে আইনগত  ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে