মাসুম পাঠান
কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলে কটিয়াদী মডেল থানা কমিউনিটি পুলিশং গোল্ড কাপ কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় চান্দপুর ইউনিয়ন মুমুরদিয়া ইউনিয়নকে ২-০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেছে।
বুধবার বিকালে চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজ মাঠে কটিয়াদী মডেল থানার ওসি এম এ জলিলের সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী। বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম, চান্দপুর ইউপি চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক তরিকুল ইসলাম টিটু, চান্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মো. মুরাদ প্রমুখ।