মাসুম পাঠান, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের নির্মান শ্রমিক কাঞ্চন মিয়ার গরু জবাই করে মাংস চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, বুধবার দিবাগত রাতের কোন এক সময় চোরদল কাঞ্চন মিয়ার বাড়ি থেকে তার একটি ষাড় গরু চুরি করে প্রায় এক কিলোমিটার দূরে নির্জন কলা বাগানের ভিতর গরুটি জবাই করে মাংস নিয়ে যায়। সকালে ঘরে গরু না পেয়ে কাঞ্চন মিয়া গরুর সন্ধান করে কলাবাগানের ভিতর গরুর চামড়া ও মাথা পরে থাকতে দেখে। চামড়ার রং ও মাথা দেখে নিশ্চিত করেন এটা তার গরু ছিল। কাঞ্চন মিয়া বলেন, গরুটির মূল্য ৫০ হাজার টাকা হবে। বিশিষ্ট ব্যবসায়ী চরপুক্ষিয়া গ্রামের রফিকুল ইসলাম মজনু বলেন, গরু দেখে কেউ চিনে ফেলতে পারে তাই নির্জান স্থানে জবাই করে চামড়া ও মাথা ফেলে রেখে চোরেরা মাংস নিয়ে চলে যায়। ঘটনার পর কৃষক চোরদের হাত থেকে গরু রক্ষার জন্য গোয়ালে পাহাড়া দিচ্ছে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: জামাল উদ্দিন বলেন, বিষয়টি মর্মান্তিক। বাদীর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কটিয়াদীতে গরু জবাই করে মাংস চুরি গোয়ালে পাহাড়ায় কৃষক
প্রকাশ : Apr 20, 2017 | Comments Off on কটিয়াদীতে গরু জবাই করে মাংস চুরি গোয়ালে পাহাড়ায় কৃষক
