মাসুম পাঠান, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদীতে কুশন বণিক(৬) নামে এক শিশু গরুর গুতায় প্রাণ হারিয়েছে।
জানা যায়, কুশন বণিক উপজেলার করগাঁও ইউনিয়নের মামুদপুর গ্রামের কাজল বণিকের পুত্র। রবিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করার সময় একটি গরু দ্রুত ছুটে এসে শিশুটিকে গুতা মারে। এতে শিশুটি গুরুতর আহত হয়। তাকে চিকিৎসার জন্য বাজিতপুরে উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
কটিয়াদীতে গরুর গুতায় শিশুর মৃত্যু
প্রকাশ : Mar 12, 2017 | Comments Off on কটিয়াদীতে গরুর গুতায় শিশুর মৃত্যু
