নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা কলেজ এন্ড পল্লী একাডেমী মাঠে ফাইনালফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গচিহাটা একাদশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি শেখ মুজিবুর রহমান ইকবাল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক অসীম সরকার বাঁধন, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাঈল মিয়া, কিশোরগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম শরীফ, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি সাবেক ফুটবলার আমিনুল ইসলাম আশফাকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক সংসদ সদস্য মেজর অব: আক্তারুজ্জামান রঞ্জন। খেলায় লাল দল বনাম সবুজ দল অংশ নেয়। এতে ১-০ গোলে লাল দল বিজয় লাভ করে। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে ট্্রফি ও পুরস্কার প্রদান করেন। এ সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ কয়েক হাজার ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।