মোহাম্মদ নূর আলম গন্ধী, বিশেষ প্রতিবেদক:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৭ আগষ্ট বুধবার কৃষিসম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিস কটিয়াদী কতৃক উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্য নিরাপত্তার জন্য পরিবেশ বান্ধব বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন কর্মসূচির আওতায় ধান,সবজি ও ফল চাষের উপর কৃষক-কৃষাণী প্রশিক্ষণ উপজেলা কৃষি প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে ২১ জন কৃষক ও ৯ জন কৃষাণী সহ মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।উক্ত পশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ূন কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারমিন সুলতানা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,আব্দুল্লাহ্ খাঁন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং প্রশিক্ষণ অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান।বক্তাগণ কৃষক-কৃষাণীদের পরিবেশ বান্ধব বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদরে গুরুত্ব আরোপ করে বলেন,এ প্রযুক্তি গ্রহণের ফলে আমরা আমাদের মানব স্বাস্থ্যরক্ষার পাশাপাশি পরিবেশ ও পরিবেশের অন্যান্য উপাদান সুরক্ষা এবং টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পারি।
কটিয়াদীতে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশ : Aug 17, 2016 | Comments Off on কটিয়াদীতে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত
