কটিয়াদী প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক আইজিপি ও সচিব নূর মোহাম্মদ এমপি’র নির্দেশে কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া ভাংগাদি গ্রামের দরিদ্র কৃষক জুয়েল মিয়ার দেড় বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা।
শুক্রবার সকালে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধ মঞ্চের সভাপতি ও যুগান্তর স্বজন সমাবেশ কটিয়াদী উপজেলা শাখার সহ-সভাপতি এনামুল হক বাবুর নেতৃত্বে কটিয়াদী উপজেলা ছাত্রলীগ নেতা আনিছুর রহমান উজ্জল, আতিকুল ইসলাম জুয়েল, তানজিম খান ফরহাদ, রুহুল আমিন রুহুল, রনি খান, অয়ন সাহা, মেহিদী হাসান, নবী হোসেন, সাজন, ফাহিম, রাকিবুল ইসলাম, মুনির হোসেন, রাকিব হাসানসহ আরো অনেক নেতা কর্মী ধান কাটায় অংশ নেন।