আতিকুল ইসলাম জুয়েল, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক আইজিপি ও সচিব নূর মোহাম্মদ এমপির নির্দেশে উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিনের নেতৃত্বে হাওরে কৃষকের জমির ধান কেটে দিল আওয়ামীলীগের নেতা কর্মীরা।
মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লগডাউনে শ্রমিক না পাওয়ায় কৃষক মাঠে বোরোধান কাটা নিয়ে সংকটে পরছিল।
সোমবার সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের বাইচতার হাটি গ্রামের কৃষক মাইদুল মিয়ার বড় হাওরে ২ বিঘা জমির বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
ধান কাটার কাজে অংশ নেন কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল ওহাব আইন উদ্দিন, কটিয়াদী বাজার বণিক সমিতির আহবায়ক ও আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা, জারইতলা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন বাদল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তাহের, উপজেলা কৃষক লীগের সভাপতি সাইদুর রহমান, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেলিম, করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তোতন, কটিয়াদী বাজার বণিক সমিতির সদস্য ও (অব.) আর্মি মোবারক হোসেন ফারুক, উপজেলা ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম জুয়েল, তানজিম খান ফরহাদ সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের ৪৫ জন নেতা কর্মী।
কটিয়াদীতে কৃষকের জমির ধান কেটে দিল উপজেলা আওয়ামীলীগ
প্রকাশ : Apr 27, 2020 | Comments Off on কটিয়াদীতে কৃষকের জমির ধান কেটে দিল উপজেলা আওয়ামীলীগ
