logo

কটিয়াদীতে করোনা পরিস্থিতির ব্যাপক উন্নতি আক্রান্ত ১৪ জনের ১২জন সুস্থ

মোঃ রফিকুল হায়দার টিটু; ৬ মে, ২০২০।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় করোনা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। আক্রান্ত ১৪ জনের মধ্যে ১২জনই সুস্থ হয়েছেন। একজনের ইতি মধ্যে দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ এসেছে। তৃতীয় রিপোর্ট নেগেটিভ আসলে আক্রান্ত সংখ্যা হবে একজন। তবে কয়েক জনের রিপোর্ট পেন্ডিং আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত দুই মাসে উপজেলার ২৫০জনের নমুনা সংগ্রহ করে মহাখালী আইইডিসিআর এ পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। এদের মধ্যে ১৪ জন করোনা পজেটিভ হয়। সর্বশেষ আক্রান্ত ব্যক্তি পৌর সদরে বসবাসকারী কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। গত ২৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। ৩০এপ্রিল রিপোর্টে করোনা পজেটিভ বলে জানা যায়।
আক্রান্ত ছাত্র জানান, গত ১৫ এপ্রিল জরুরী বিভাগ থেকে তিনি ব্লাড প্রেসার চেকআপ করেন। পরে জানতে পারেন যিনি ব্লাড প্রেসার চেকআপ করেছেন তিনি করোনা আক্রান্ত। শরীরে করোনার কোন উপসর্গ দেখা না দিলেও মনে সন্দেহের উদ্বেগ হয়। গত ২৬ এপ্রিল ঐ ছাত্র হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। ৩০ এপ্রিল আইইডিসিআর থেকে প্রকাশিত রিপোর্টে করোনা পজেটিভ জানালে উপজেলা প্রশাসন তার বাড়ি লকডাউন করে দেয়। ইতি মধ্যে ১২ দিন অতিবাহিত হয়ে গেলে দ্বিতীয় বার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের আবেদন জানালেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করতে যাচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন। তিনি আরো জানান, অদ্যাবধি তার শরীরে করোনার কোন উপসর্গ নেই। করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ব্রাদার কটিয়াদীস্থ বাসায় আসার পর গত ১৪ এপ্রিল তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পড়ে। তারপর কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী ডাক্তার করোনা পজেটিভ সনাক্ত হয়। করোনা আক্রান্ত ১২জনই কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও অন্যান্য কর্মচারী। এর মধ্যে ৯জন ডাক্তার, একজন সাকমো, একজন ফার্মাসিস্ট ও একজন অফিস সহকারি। গত ২৯ এপ্রিল উপজেলার করগাঁও ইউনিয়নের তরুন ভূইয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত্যুর পর নমুনা পরীক্ষা করে জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন। তিনি ঢাকায় ব্যবসা করতেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি গোপনে বাড়ি ফিরার দুদিন পর মৃত্যু বরণ করেন। কিন্তু তার পরিবারের কেউ করোনা পজেটিভ নন। গ্রামটি বর্তমানে লকডাউন আছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে