ফ.হ জোয়ারদার আলমগীরঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ভুল ফলাফলে একই পরিবারের সাত সদস্যসহ চার পরিবারের ১০ জনের পজেটিভ হওয়ার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ভুল তথ্যের ভিত্তিতে ওই চারটি পরিবার ও আশপাশের বাড়ি-ঘর লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।
এ ঘটনায় গোটা কটিয়াদী উপজেলা জুড়ে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাখা মেলে নানা গুজব ও গুঞ্জনের ডালপালা।
অবশেষে সোমবার সন্ধায় নতুন করে সংশোধিত রিপোর্টে কোভিড-১৯ নেগেটিভ ফলাফল আসে। ফলে সকালে লকডাউন ঘোষণা করার আদেশ সন্ধ্যার পর তা প্রত্যাহার করে নেয় প্রশাসন।
জানা গেছে, শনিবার ও-ই চার পরিবারের ১০ জনসহ ১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে ঢাকায় আইইডিসিআর এ পাঠানো হয়।
রোববার রাতে তাদের মধ্যে ১০ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যাওয়ার রিপোর্ট আসে। এদের মধ্যে একই পরিবারের ৭ জনসহ ১০ এবং ৪ জন পুরুষ ও ৬ জন নারীর কথা উল্লেখ করা হয়।
আর এ-রা হলেন কটিয়াদী পূর্বপাড়া মহল্লার এক ব্যবসায়ীর পরিবারের ৭ জন, লোহাজুরী ইউনিয়নের আতুশাল পাড়া গ্রামের ১ জন, বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দি গ্রামের ১ জন ও মসুয়া ইউনিয়নের আদমপুর গ্রামের ১ জন।
কটিয়াদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকতারুন নেছা জানান, রোববার রাতে প্রাপ্ত নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন ১০ জনের কোভিড-১৯ পজিটিভ আসে। ওই রিপোর্ট অনুযায়ী একই পরিবারের সাতজন সনাক্ত হয়। এমন খবরে আক্রান্তদের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।
তবে, সন্ধ্যার পর-ই আবার এ রিপোর্টের সংশোধনী আসে। আর ও-ই সংশোধিত রিপোর্ট অনুযায়ী এদের সবার রিপোর্ট নেগেটিভ আসায় লকডাউন প্রত্যাহার করে নেয়া হয় বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিভ্রান্তিকর তথ্যের অভিযোগ এড়িয়ে গিয়ে দাবি করেন, পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হয়তো এসব পরিবার লকডাউনের আওতায় আনা হয়েছিল।
এ সময় তিনি আরও জানান,এ পর্যন্ত নমুনা পরীক্ষার ফলাফলে ১৩ জনের কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে।
আর তাদের মধ্যে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আটজন মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট, একজন কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ব্রাদার ও একজন অফিস সহকারী রয়েছেন।
কটিয়াদীতে করোনার ভুল রিপোর্টে সকালে লকডাউন, সন্ধ্যার পর প্রত্যাহার!
প্রকাশ : May 05, 2020 | Comments Off on কটিয়াদীতে করোনার ভুল রিপোর্টে সকালে লকডাউন, সন্ধ্যার পর প্রত্যাহার!
