logo

কটিয়াদীতে ঐতিহ্যবাহী কাবাডি খেলায় হাজারো মানুষের ঢল

নজরুল ইসলাম খায়রুল,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের বাগরাইট গ্রামের ঈদগাহ মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মরহুম আব্দুল মালেক মাস্টার স্মৃতি সংঘ এ কাবাডি খেলার আয়োজন করে। খেলা উদ্বোধন করেন আওয়ামীলীগ নেতা মইনুজ্জামান অপু। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্থান থেকে ২৭ জন খেলোয়াড় অংশ নেন। কাবাডি  খেলোয়াড়দের ছন্দময় হাঁকডাক আর শারীরিক কসরত জমিয়ে তোলে খেলার পরিবেশ। খেলোয়াড়দের নৈপুণ্য দেখে দর্শকরা মুহুর্মুহু করতালি দিয়ে আনন্দ উল্লাস করে। এতে করে খেলোয়াড়রাও অনুপ্রেরণায় উদ্ভাসিত হন। বিশেষ করে প্রতিবন্ধী খেলোয়াড় চান মিয়ার খেলা উপস্থিত দর্শকদের আনন্দ দেয় বেশি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের নেতা তানভীরুল হক রাহাত। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। জাতীয় খেলা কাবাডি ওই অঞ্চলে টিকিয়ে রাখতে এলাকার যুবসমাজ প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করে। আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা দেখতে কটিয়াদী পৌর সদরের বাগরাইট গ্রামের ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছিল হাজারো দর্শক।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে