logo

কটিয়াদীতে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মাসুম পাঠান

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার দুপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে জাতীয় ভিটামিন “এ ” প্লাস ক্যাম্পেইনের উপলে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত অনুূষ্ঠানে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আকতারুন নেছা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব আইন উদ্দিন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম এ  জলিল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিা অফিসার সৈয়দ আহম্মেদ প্রমুখ।
আগামী ১১ জানুয়ারি ২০২০ ইং রোজ শনিবার কটিয়াদী উপজেলায় সকাল ৮ হতে বিকাল ৪ পর্যন্ত  টিকাদান কেন্দ্রে ৬ মাস হতে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস হতে ১১ মাস পর্যন্ত নীল ক্যাপসুল এবং ১২ মাস হতে ৫৯ মাস পর্যন্ত লাল ক্যাপসুল খাওয়ানো হবে। কটিয়াদী উপজেলায় মোট ৪৬,৩৮৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে