কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে এনজিও থেকে ঋণ নেয়ার পর করোনা সংক্রমণের কারণে কিস্তি দিতে ব্যর্থ হওয়ায় তানিয়া সুলতানা (২২) নামের এক নারী গ্রাহককে হেনস্তা করেন ব্র্যাক এর মানিকখালী শাখার ব্যবস্থাপক খোরশেদ আলম।
গত ২২ মে শনিবার বিকালে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ গ্রামে এ ঘটনা ঘটে। পরে হেনস্তায় শিকার ওই নারী বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী তানিয়া সুলতানার স্বামী আমিনুল ইসলাম জানান, করোনা সংক্রমণের কারণে আমরা ক্ষতিগ্রস্থ। নির্ধারিত সময়ে ঋণের কিস্তি দিতে না পারায় আমার স্ত্রী কে নানা ভাবে হেনস্তা করেন ব্র্যাক এর মানিকখালী শাখার ব্যবস্থাপক খোরশেদ আলম ।
এ সময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ ও মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেন। এ ঘটনায় তানিয়া কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ব্র্যাক এনজিও মানিকখালী শাখার ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, ঋণের কিস্তির টাকার জন্য আমরা তানিয়া সুলতানার বাড়িতে গিয়েছিলাম ।আমি এবং আমার কোন কর্মী নারী গ্রাহক তানিয়ার সাথে কোন খারাপ ব্যবহার করিনি। আমার নামে থানায় একটি অভিযোগের কথা শুনেছি। তবে এ বিষয়টি ব্র্যাক এর কটিয়াদী অফিসে বসে এরিয়া ম্যানেজার আলমগীর মুনসুর স্যার এর মাধ্যমে সমাধান করা হয়েছে।