নিজস্ব প্রতিবেদক।। ঘটনাপ্রবাহ
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে তিন মাস ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসাবে জালালপুর ও লোহাজুরী ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেন।
ফেকামারা ফাজিল মাদ্রাসা, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজ ও জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন লোহাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম বিএসসি, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল খালেক রাজু, কটিয়াদী কলেজের সাবেক ভিপি দুলাল বর্মন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম তাহের, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক বাবু, উপজেলা কৃষকলীগের সিনিয়র সদস্য মো. নুরুল হক নুরু, কটিয়াদী উপজেলা ছাত্রলীগ নেতা আনিসুর রহমান উজ্জল ও তাহসীন তানভীর অন্তর। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম ভুইয়া, রফিকুল ইসলাম, কামরুল, মেহিদী, বোরহান ,রাকিব, মনির, পিয়াস, সোহাগ ইকবাল, দয়াল, মিটু, আল আমিন প্রমুখ।