বিদ্যুত কুমার আচার্য্যঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার হাওরে শ্রমিক সঙ্কট থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের নিয়ে কৃষকের জমির ধান কেটে দিলেন।
রোববার সকালে উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের সতরদ্রোণ হাওরে প্রান্তিক কৃষক মো. মুকুল মিয়ার ১ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। ধান কাটায় অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, ধুলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রাসেল কবীর, সাধারণ সম্পাদক মো. শাহাজাহান মিয়া, উপজেলা চেয়ারম্যানের ব্যাক্তিগত সহকারী বিদ্যুত কুমার আচার্য্য, স্বেচ্ছাসেবক লীগের কর্মী হাবিবুর রহমান, শামসু মিয়া, নয়ন মিয়া, লিটন মিয়া, হুমায়ুন কবিরসহ ৩৪ জন নেতা কর্মী স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে কাজ করেন।
কটিয়াদীতে উপজেলা চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের নিয়ে ধান কেটে দিলেন কৃষকের
প্রকাশ : Apr 26, 2020 | Comments Off on কটিয়াদীতে উপজেলা চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের নিয়ে ধান কেটে দিলেন কৃষকের
