দর্পন ঘোষ
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩৭০ পিস ইয়াবা এবং এক কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ মো. রুবেল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে কটিয়াদী উপজেলার ফেকামারা এলাকায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে সে আটক হয়।
আটক হওয়া মো. রুবেল মিয়া কটিয়াদী উপজেলার ফেকামারা গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে। সে একজন মাদক ব্যবসায়ী।
অভিযানে ৩৭০ পিস ইয়াবা এবং এক কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ মো. রুবেল মিয়াকে আটক করা হয়। সে একজন মাদক ব্যবসায়ী।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ব্যাপারে মাদক ব্যবসায়ী মো. রুবেল মিয়ার বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করা রয়েছে।