মো. জহিরুল ইসলামঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত ইসাহাক ভূঁইয়া ফাউন্ডেশন এবং জালালপুর ইকো রিসোর্ট এর যৌথ উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে জালালপুর ইকো রিসোর্ট প্রাঙ্গনে কর্মসূচি উদ্বোধনের পর ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দেন স্বেচ্ছাসেবকরা। উপহার সামগ্রী বিতরণের ধারাবাহিকতায় আজ জালালপুর ইউনিয়নসহ পাশ্ববর্তী মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের বাছাইকৃত লোকজনকে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইসাহাক ভূঁইয়া ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হান্নান ভূঁইয়া, সহযোগীতা করেন কটিয়াদী প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক এর স্বত্বাধিকারী মো. মুস্তাকুর রহমান গোলাপ ও জালালপুর ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
সার্বিকভাবে সহযোগীতা করেন ইসহাক ভূঁইয়া ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা মুর্শেদা আশরাফ ফারজানা ভূঁইয়া এবং চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আদিলুর রহমান কনক।
ইসাহাক ভূঁইয়া ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হান্নান ভূঁইয়া জানান মহামারী করোনা চলাকালীন সময় উপহার সামগ্রী প্রদান ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।
কটিয়াদীতে ইসাহাক ভূঁইয়া ফাউন্ডেশন ও জালালপুর ইকো রিসোর্টের উপহার সামগ্রী প্রদান
প্রকাশ : May 11, 2020 | Comments Off on কটিয়াদীতে ইসাহাক ভূঁইয়া ফাউন্ডেশন ও জালালপুর ইকো রিসোর্টের উপহার সামগ্রী প্রদান
