কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জে কটিয়াদী উপজেলা ৭নং মসূয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় মসূয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলা উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ্য সদস্য নূর মোহাম্মদ ।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. দিলীপ কুমার ঘোষ।
বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, কটিয়াদী বাজার বণিক সমিতির আহবায়ক গোলাম মস্তোফা, কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ফকির, আওয়ামীলীগ নেতা আবু ইছা মঞ্জিল প্রমূখ।
ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা, পৌর ও ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।