কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা নির্বাহী অফিসারের জন্য এক মিষ্টি ব্যবসায়ীর কাছে মুঠোফোনে টাকা দাবি করা হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ জুন) বিকালে কটিয়াদী পুরাতন বাজারের মহামায়া মিষ্টান্ন ভান্ডারে।
জানা গেছে, বুধবার বিকালে মহামায়া মিষ্টান্ন ভান্ডারের মালিক তাপস ঘোষের মোবাইল ফোনে ০১৯১০-৫৪১৯৫৯ নাম্বার থেকে রিং আসে। ফোনটি তিনি রিসিভ করলে জানানো হয় যে, কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার আপনার মিষ্টির দোকানে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন। জরিমানার টাকা দ্রুত পরিশোধ করতে হবে। অন্যথায় আপনার দোকান সীলগালা করে দেয়া হবে। প্রথমে ১ লক্ষ টাকা, পরে ৫০ হাজার টাকা জরিমানা দাবি করে। তাদের কথা মতো টাকা দিতে না পারলে পরবর্তীতে ১০ হাজার টাকা দ্রুত বিকাশে পাঠাতে বলা হয়। টাকা পাঠাতে কিছুক্ষণ পর পর তাগাদা দিতে থাকলে তাপস ঘোষের সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিক তার নিকটাত্মীয় অ্যাডভোকেট দিলীপ ঘোষকে জানান। দিলীপ ঘোষ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।
ব্যবসায়ী তাপস ঘোষ জানান, আমাকে একটি মোবাইল নাম্বারে ফোন দিয়ে ১ লক্ষ টাকা জরিমানা দাবি করে। বিষয়টি সন্দেহ হলে আমি অ্যাডভোকেট দিলীপ ঘোষকে জানালে তিনি ইউএনও স্যারের সাথে যোগাযোগ করলে জানতে পারি জরিমানার বিষয়টি ভুয়া।
কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা ঘটনাপ্রবাহকে জানান, আমার নামে প্রতারক চক্রটি ব্যবসায়ীকে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে টাকা দাবি করে। এ ব্যাপারে আমি কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেছি। মুঠোফোনের ব্যক্তির নাম শনাক্ত করা যায়নি। প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোনটি এখন বন্ধ রয়েছে। কটিয়াদীবাসীকে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।