logo

কটিয়াদীতে আড়াই হাজার কবর খননকারী বিশা মিয়া সড়ক দূর্ঘটনায় মৃত্যু

মাসুম পাঠান কটিয়াদী থেকে:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরের বাজার দরগাহ জামে মসজিদের গোরস্থানসহ বিভিন্ন স্থানে প্রায় ২৫০০ কবর খননকারী আঃ বারিক বিশা মিয়া (৮৬) টমটমের ধাক্কায় প্রাণ হারিয়েছে।
বৃহস্পতিবার সকালে কটিয়াদী পূর্বপাড়াস্থ নিজ বাড়ি থেকে গোরস্থানে আসার পথে কটিয়াদী মডেল থানার সামনে ঘাতক টমটমটি ধাক্কা দিলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাঁর অবস্থা আশংকা জনক হওয়ায় ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শুকের ছায়া নেমে আসে। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ জানান এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি। ঘাতক টমটমটি আটক আছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে