মাসুম পাঠান, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদীতে খড়ের টিবির আগুন নিভাতে গিয়ে প্রাণ হারিয়েছে আলতু মিয়া (৫৫) নামের এক কৃষক । আলতু মিয়া কটিয়াদী পৌর এলাকার মসল্লা গ্রামের মৃত জাহেদুল হকের ছেলে ।
জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে প্রতিবেশী রমজান মিয়ার গো খাদ্য উচু খড়ের টিবিতে কে বা কারা আগুণ ধরিয়ে দেয়। আগুণ নিভাতে আলতু মিয়া খড়ের টিবির উপর উঠে পানি ঢালার সময় হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে যান । স্বজনারা তাকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা: রাফসান তাঁকে মৃত ঘোষণা করেন। পৌর কাউন্সিলর হাবিবুর রহমান বলেন, শুনেছি ছোট বাচ্চারা খেলার সময় খড়ের টিবিতে আগুন লেগে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। পরপোকারী আলতু মিয়ার মৃত্যুতে আমরা শোকাহাত। কটিয়াদী মডেল থানা ওসি জাকির রব্বানী ঘটনা সত্যতা নিশ্চত করেছেন।
কটিয়াদীতে আগুন নিভাতে গিয়ে প্রাণ হারান আলতু মিয়া
প্রকাশ : Jul 12, 2017 | Comments Off on কটিয়াদীতে আগুন নিভাতে গিয়ে প্রাণ হারান আলতু মিয়া
