মাসুম পাঠান, কটিয়াদী থেকে: কিশোরগঞ্জের কটিয়াদীতে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দর্লীয় কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় । পরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে দর্লীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহাব আইন উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা আওয়মীলীগের সহ-সভাপতি আশীষ ক্লান্তি সাহা, যুগ্ন সম্পাদক ও বনগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিলন, কটিয়াদী কলেজের সাবেক ভিপি ও উপজেলা আওয়ালীগের যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহম্মেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান হামিদ, বিআরডিবির চেয়ারম্যান রফিকুল ইসলাম মাষ্টার, সাবেক পৌর প্রশাসক মোহাম্মদ আলী, মসুয়া ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিছ আলী, মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দুজ্জামান সৈয়দু, কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নজরুল ইসলাম ফকির, কটিয়াদী কলেজের সাবেক জিএস মো. মুর্শিদ উদ্দিন ও জহিরুল ইসলাম বাবলু, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, কৃষকলীগের উপজেলা আহবায়ক মো. সাইদুর রহমান, উপজেলা শ্রমিকলীগেরর সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম তাহের, কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু ঈসা মনজিল, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি এনামুুল হক বাবু , আওয়ামীলীগ নেতা ও ঔষধ ব্যবসায়ী মো. ফারুকুল ইসলাম ফারুক, কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু ঈসা মনজিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, কটিয়াদী পৌর কাউন্সিলর রনবীর সিংহ, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম নুরু, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক তারেক হোসেন তারেক, কটিয়াদী কলেজের সাবেক এজিএস মো. রুহুল আমীন রেনু প্রমুখ।
আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কটিয়াদী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।