কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়ালখাঁ নদ হতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতে বালু উত্তোলনকারী আশরাফ উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. আশরাফুল আলম উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে আড়িয়ালখাঁ নদে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম জানান, উন্মুক্ত স্হান,জমির কিংবা নদীর তলদেশ থেকে বালু বা মাটি উওোলন নিষিদ্ধ থাকা সত্তেও দীর্ঘদিন ধরে জালালপুর ইউনিয়নের ফেকামারা এলাকায় আড়িয়াল খাঁ নদথেকে বালু উওোলন করে আসছিল এক শ্রেণির অসাধু বালু ব্যাবসায়ীরা। যেখান থেকে বালু উওোলন করছিল তার পাশেই রাস্তা এবং ফসলী জমি কাছাকাছি হওয়ায় এগুলো ধ্বসে পড়ার উপক্রম হয়েছিল। বালু পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক চলাচলের কারণে ঐ এলাকার রাস্তাঘাটের ও বেহাল দশা হয়েছে। পানি আর বায়ু দূষণের কারণে ঐ এলাকার মানুষের স্বাস্থ্য ঝুঁকি ও বেড়ে গিয়েছিল। অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে ও বঞ্চিত হচ্ছিল। এসব অপরাধের কারণে মো. আশরাফ উদ্দিন নামের একজন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে মাস্ক না পড়ে বাহিরে ঘোরাফেরা করার অপরাধে ৬ জনকে ২ হাজার টাকা জরিমানা করেছি।
কটিয়াদীতে অবৈধভাবে বালু উওোলন করায় ভ্রাম্যমান আদালতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা
প্রকাশ : Apr 28, 2020 | Comments Off on কটিয়াদীতে অবৈধভাবে বালু উওোলন করায় ভ্রাম্যমান আদালতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা
