logo

কটিয়াদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ


দর্পন ঘোষ,কটিয়াদী থেকে

কিশোরগঞ্জের কটিয়াদীতে অবৈধভাবে বালু উওোলনের ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম অভিযানটি পরিচালনা করেন।

উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকসা গ্রামে অবৈধ বালু উওোলন কারীদের বিরুদ্ধে দুই ঘন্টা ব্যাপি সময় ধরে অভিযান করেন। পাইকসা গ্রামে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বালু উওোলন করে রাস্তা ঘাট ও পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে আসছিল। গভীরভাবে বালু উওোলনের ফলে ফসলী জমি ধ্বসে পড়ার উপক্রম হয়। পাশাপাশি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। অভিযানের সময় বালু উওোলনকারীরা পালিয়ে যাওয়ায় ড্রেজার মেশিন জব্দ ও অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে