কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে মুজিববর্ষ উপলক্ষে কটিয়াদী সরকারী কর্মচারী কল্যাণ সংঘের আয়োজনে সরকারি কর্মচারীর মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কটিয়াদী সরকারী কর্মচারী কল্যাণ সংঘের সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।
সরকারী কর্মচারী কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আশরাফুল আলম, কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নূর মোহাম্মদ এমপি কৃতি শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তি হিসেবে নগদ টাকা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।