logo

কটিয়াদীতে অপহৃত স্কুল ছাত্রী ৬ মাসেও উদ্ধার হয়নি, পিতামাতার ধারণা হত্যা কিংবা পাচার করা হতে পারে তাদের মেয়েকে

কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে রসমালাইয়ে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে ইভা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে গত ১৩ জানুয়ারী অচেতন করে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার ৬ মাস অতিবাহিত হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। পিতামাতার ধারণা তাদের মেয়েকে হত্যা কিংবা পাচার করা হতে পারে!
ইভা আক্তার উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাঘবেড় গ্রামের মুস্তাকিম ভূইয়ার মেয়ে এবং হাজেরা সুলতান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
এ ব্যাপারে অহহৃত ছাত্রীর পিতা মুস্তাকিম ভূইয়া বাদী হয়ে মজিবুর রহমানের পুত্র ও ৩ স্ত্রীর স্বামী নাসির মিয়ার (২৮) বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ইভার পিতা মুস্তাকিম ভূইয়া জানান, আমার মেয়ে অপহৃত হওয়ার পর ৬ মাস অতিবাহিত হলেও তার কোন সন্ধান করতে পারেনি পুলিশ। আমাদের ধারণা অপহরণকারী নাছির ইভাকে হত্যা কিংবা নারী পাচারকারীদের নিকট বিক্রি করে দিতে পারে! । ঘটনার দিন ১৩ জানুয়ারী সোমবার বাড়ির পাশে মেলা থেকে পূর্ব পরিকল্পিত ভাবে নাসির রসমলাই কিনে তার মধ্যে চেতনানাশক দ্রব্য মিশিয়ে রাত ১১টার দিকে ইভার দাদির ঘরে যায়। তাদের সাথে গল্প করে, মেলা থেকে রসমলাই এনেছি বলে দাদি ও নাতনিকে খাওয়ায়। গভীর রাতে উভয়ই অচেতন হয়ে পড়লে নাসির ইভাকে অজ্ঞান অবস্থায় তুলে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার ২ দিন পর ইভার দাদী অর্থাৎ আমার মায়ের জ্ঞান ফিরে ।
অপহরণকারী নাছিরের ছোটকালেই তার পিতা-মাতার বিচ্ছেদ ঘটে। ফলে সে তার মায়ের সাথে নানার বাড়ি বাঘবেড় গ্রামে বড় হয়। তার আচার আচরণও লম্পট প্রকৃতির। কিছু দিন পর পর সে বিয়ে করে। ঠোনকো অজুহাতে আবার বিচ্ছেদও ঘটায়। ইতি মধ্যে সে ৩টি বিয়ে করছে। বর্তমানে এক স্ত্রী বাড়িতে আছে। অপহরণকারী নাছিরকে গ্রেফতার ও আমার মেয়েকে ফিরে পেতে চাই।

মুমুরদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো.ছেনু মিয়া বলেন, নাসির মিয়া লম্পট প্রকৃতির লোক। কিছু দিন পর পর সে বিয়ে করে। পরিকল্পিত ভাবেই স্কুল ছাত্রী ইভাকে অপহরণ করে নিয়ে যায় নাছির।

কটিয়াদী মডেল থানার ওসি এমএ জলিল জানান, স্কুল ছাত্রী ইভা আক্তারকে অপহরণকারী নাছিরকে গ্রেফতার ও তাকে উদ্ধার করার জন্য মোবাইল ট্রেকিং এর মাধ্যমে নাছিরের অবস্থান জানতে পেরে ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাকে পায়নি। পূনরায় জানতে পারি নাছির তার অবস্থান পরিবর্তন করে রাঙামাটি জেলার লংগুদুর মাইনিমুক বাজারের কাছে সে নির্মাণ শ্রমিকের কাজ করছে। সেখানেও সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে সন্ধান করে পাওয়া যায়নি। তাকে গ্রেফতার ও ইভাকে উদ্ধারে অভিযান অভ্যাহত রয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে