কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি দেশের ৬৪টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কিশোরগঞ্জ জেলার একটি পৌরসভা রয়েছে। পৌরসভাটি হচ্ছে, কটিয়াদী পৌরসভা।
কটিয়াদী পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হবে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি।
সোমবার (১৪ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর এই তফসিল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর তফসিল ঘোষণা করে সাংবাদিকদের বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এই ধাপের সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট হবে।
ইসি সিনিয়র সচিব এর ঘোষণা অনুযায়ী, কটিয়াদী পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ জেলার দুটি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে। পৌরসভা দুটি হচ্ছে, কিশোরগঞ্জ পৌরসভা ও কুলিয়ারচর পৌরসভা।
এর মধ্যে কিশোরগঞ্জ পৌরসভায় ব্যালটে এবং কুলিয়ারচর পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কিশোরগঞ্জ ও কুলিয়ারচর এই দুই পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর। ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
কটিয়াদী পৌরসভায় ৩০ জানুয়ারি নির্বাচন
প্রকাশ : Dec 14, 2020 | Comments Off on কটিয়াদী পৌরসভায় ৩০ জানুয়ারি নির্বাচন
