কটিয়াদী প্রতিনিধি।। ঘটনাপ্রবাহ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের সাবেক পরিসংখ্যান অফিসার মো. ওয়াহিদুজ্জামান আকন্দ (৭৫) রোবাবার রাত সাড়ে ৮ টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন) ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে যান। সোমবার সকাল ৮ টায় কটিয়াদী উপজেলাধীন আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামে আকন্দ বাড়ি ঈদগাহ্ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় ডা. মো. রফিকুজ্জামান আকন্দের সঞ্চালনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম মোড়ল, আচমিতা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলুল হক জোয়ারদার আলমগীর, প্রভাষক মোজাম্মেল হক জোয়ারদার, আওয়ামীলীগ নেতা একেএম মুর্শেদ সজিব, আবুল কাশেম আকন্দ, মরহুমের বড় ছেলে জামিলুর রহমান আকন্দ, হাফেজ মো. জোবায়ের প্রমুখ। জানাজায় ইমামতি করেন হাফেজ মুহিবুল আকন্দ। সকাল ১০ টায় কিশোরগঞ্জ সার্কিট হাউজ মাঠে ২য় জানাজা শেষে শোলাকিয়া ঈদগাহ্ মাঠ সংলগ্ন বাগে জান্নাত কবর স্থানে দাফন করা হয়।
সাবেক পরিসংখ্যান কর্মকর্তা ওয়াহিদুজ্জামান আকন্দের মৃত্যুতে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা শোক প্রকাশ ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।