মাইনুল হক মেনু
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর হাটকালিয়া বাড়ীর মোড় হইতে কুঠির বিল ব্রীজ পর্যন্ত দুই কিলোমিটার রাস্তাটি দীর্ঘ ১৬ বছরেও সংস্কার না হওয়ায় দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
বেহাল দশা এই রাস্তাটি দীর্ঘ ১৬ বছর যাবত সংস্কার না হওয়ার সামান্য বৃষ্টি হলে রাস্তাটিতে চলাচল করার অনুপোযোগী হয়ে পরে। এতে ভোগান্তিতে পড়ে এলাকার হাজার হাজার মানুষ, প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা ।
সরজমিনে গিয়ে দেখা যায় সড়কটির অনেক অংশে অসংখ্য ছোট—বড় গর্ত, অনেক অংশে উভয় পাশের কার্পেটিং উঠে গেছে অনেক জায়গায় ডেবে গেছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, প্রতিদিনই রাস্তাটি দিয়ে যাতায়াতের সময় ভাঙ্গা ও গর্তে পড়ে সিএনজি- ব্যাটারী চালিত অটোরিকশা উল্টে যায়। এতে মারাত্নকভাবে আহত হন যাত্রীগণ। ক্ষতির মুখে পড়েন গাড়ির চালক। জনপ্রতিনিধিদের গাফিলতির কারণে দীর্ঘ ১৬ বছর যাবৎ রাস্তাটি সংস্কার হচ্ছে না। রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান এলাকাবাসী।
মো. কামাল উদ্দিন বলেন এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত লোক চলাচল করেন। প্রায় সময়ই দেখা যায় ভাঙ্গা গর্তে পড়ে সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা উল্টে যাত্রী আহত হয়। কোন কোন গাড়ীর চালকগণ পাশের জমি থেকে কলাগাছ কেটে এনে গর্তে দিয়ে গাড়ী পাড়াপাড় করে। এলাকার অনেক তরুন যুবক মিলে গর্তে মাটি দিয়ে ভরাট করে চলাচলের ব্যবস্থা করেছে। রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে, রাস্তাটি দ্রুত সংস্কারে জন্য স্থানীয় প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি।
আঃ রাশিদ বলেন, ২০ বছর পূর্বে রাস্তাটি সংস্কার করার হয়েছিলো। সংস্কারের পর ৪/৫ বছর ভালো থাকলেও পড়ে আস্তে আস্তে রাস্তার কার্পেটিং উঠে গিয়ে চলাচলের অনুপযোগী পড়ে। প্রায় ১৬ বছর যাবত রাস্তাটি সংস্কার না হওয়ায় আমরা অনেক দূর্ভোগ পুহাতে হচ্ছে। আমরা এলাকাবসী অনেক বার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বলেও এর কোন প্রতিকার পায়নি। রাস্তা দ্রুত সংস্কার নাহলে চলতি বর্ষা মৌসুমে সড়কটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।
এব্যাপারে জালালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গোলাপ মিয়া বলেন, জালালপুর হাটকালিয়া বাড়ীর মোড় হইতে জালালপুর কুঠির বিল ব্রীজ পর্যন্ত রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। রাস্তাটি সংস্কারের জন্য আবেদন করা হয়েছে। কিছুদিরে মধ্যেই টেন্ডার হবে। টেন্ডার হলেই দ্রুত রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে।
কটিয়াদীতে ১৬ বছরেও সংস্কার হয়নি বেহাল রাস্তাটি চলাচলে দূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী
প্রকাশ : Jul 14, 2021 | Comments Off on কটিয়াদীতে ১৬ বছরেও সংস্কার হয়নি বেহাল রাস্তাটি চলাচলে দূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী
