logo

কটিয়াদীতে সড়ক দূর্ঘটনায় সদ্য বিবাহিত সজিবের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীর উজানচর নামক স্থানে ভৈরব টু ময়মনসিংহ মহাসড়কে ট্রাক ও মটর সাইকেলের সংর্ঘষে মটর সাইকেল আরোহী সজিব নামে একজন যুবক নিহত হয়েছে। নিহত সজিব গজারিয়া গ্রামের আব্দুছ ছালামের ছেলে । র্দূঘঁনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে, পরে পুলিশ গিয়ে যান চলাচল শুরু করে। ক্ষুদ্ধ এলাকাবাসী প্রায় দুই কিলো দূরে গিয়ে ঘাতক ট্রাক টি আটক করে। এলাকাবাসী জানায়, সদ্য বিবাহিত সজিব রবিবার   সকাল ১০ ঘটিকায় নিজ বাড়ী থেকে ব্যবসায়ীক কাজে কটিয়াদী আসার পথে এ ঘটনা ঘটে। বাড়ী ফেরা হলনা তার, এভাবে এ সড়কে প্রাণ দিতে হচ্ছে প্রতিনিয়ত অনেক পথচারী সহ যাত্রীদের। প্রশাসনের কোন তদারকি না থাকার কারনে অনিয়ন্ত্রীত ও অবধৈ যান চলাচল করছে কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কে। আর এসব অনিয়ন্ত্রীত ও অবধৈ যান চলাচলই এ রকম সড়ক র্দূঘটনার জন্য দায়ী ,প্রশাসন সাপ্তাহে অন্তত একবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে র্দূঘটনা কমে যেত বলে ধারণা   এলাকাবাসীর। । জনতার দাবী অবিলম্ভে সড়ক দূর্ঘটনায় বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

Comments are closed.প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে