কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে মুক্তিযোদ্ধা পিতাকে পিটিয়ে হত্যাকারী আনোয়ারুল কবির জন (৪৫) নামে এক মাদকসেবীর মৃতদেহ তার বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। মৃত আনোয়ারুল কবির জন কটিয়াদী পৌরসভার পশ্চিমপাড়া মহল্লার মৃত বীর মুক্তিযোদ্ধা মীর এমদাদুল কবির মানিকের একমাত্র পুত্র। শুক্রবার সকাল ১০ টার দিকে কটিয়াদী পশ্চিমপাড়াস্থ নিজ বাসায় এ ঘটনাটি ঘটেছে ।
জানা যায়, মৃত জন একাই বাসায় থাকতো। তার অত্যাচারে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা মা , স্ত্রী ও দুই মেয়ে বাসায় থাকতে পারতো না। শুক্রবার অনেক বেলা হওয়ার পরও তার কোন সাড়া শব্দ না পেয়ে গ্রিলের তালা ভেঙে দরজা খুলে খাটে তার মরদেহ দেখতে পাই। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। চার বছর পূর্বে আনোয়ারুল কবির জন তার বীর মুক্তিযোদ্ধা পিতা মীর এমদাদুল কবির মানিক কে তার বসত ঘরে তালাবদ্ধ করে লোহার রড দিয়ে পিটিয়ে ও খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন জানান, তালাবদ্ধ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের ফলে তার মৃত্যু হতে পারে । তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে ।
কটিয়াদীতে মুক্তিযোদ্ধা পিতাকে হত্যাকারী মাদকসেবী ছেলের লাশ উদ্ধার
প্রকাশ : Jul 16, 2021 | Comments Off on কটিয়াদীতে মুক্তিযোদ্ধা পিতাকে হত্যাকারী মাদকসেবী ছেলের লাশ উদ্ধার
