কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি’র উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে রক্তদাতাদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
কটিয়াদী হাসপাতাল রোডে রিয়াজ ভবনে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সন্ধানী’র অন্যতম প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের মুখপাত্র সাবেক ভিপি সিদ্দিকুর রহমান ভূঞা, লোহাজুরী ইউপি চেয়ারম্যান আতাহার উদ্দিন ভূঞা রতন, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক জোয়ারদার আলমগীর, আওয়ামীলীগ নেতা সাবেক ভিপি দুলাল বর্মন, পাক্ষিক কটিয়াদী সমাচার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, সংস্কৃতিকর্মী দীপক কুমার রায়, সেলিম আহমেদ, কবি বেবী মোস্তফা, জিসান আজাদ, আমান উল্লাহ, মাহাবুবুর রহমান, সাকিবুল হাসান সোহাগ, ফুয়াদ হাসান আদর প্রমুখ।
কটিয়াদীতে বিশ্ব রক্তদাতা দিবস পালিত
প্রকাশ : Jun 14, 2021 | Comments Off on কটিয়াদীতে বিশ্ব রক্তদাতা দিবস পালিত
