কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এখলাছ উদ্দিন (৩২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্য চাড়িপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত এখলাছ উদ্দিন একই গ্রামের মো. আবু ছিদ্দিকে পুত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে এখলাছ উদ্দিন বাড়ির পাশেই জমিতে কৃষি কাজ করতে যায়। এসময় তার হাতে থাকা একই কাঁচা বাঁশ অসাবধানতা বসত বিদ্যুৎ এর তারে লেগে ঘটনাস্থলে বিদ্যুৎপৃষ্ট হন। সাথে সাথেই তাকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। নিহতের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি সৌদি প্রবাসী ছিলেন। ছুটিতে এসে দুই মাস যাবত বাড়িতে ছিলেন ।
আচমিতা ইউপি চেয়ারম্যান মো. মতিউর রহমান জানান, সৌদি আরব প্রবাসী এখলাছ উদ্দিন আজ সকালে তার বাড়ির পাশে জমিতে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারান । তার মৃত্যুতে আমরা শোকাহত।
কটিয়াদীতে বিদ্যুৎ স্পৃষ্টে প্রবাসীর মৃত্যু
প্রকাশ : Jun 07, 2022 | Comments Off on কটিয়াদীতে বিদ্যুৎ স্পৃষ্টে প্রবাসীর মৃত্যু
