logo

কটিয়াদীতে ফ্রি ডেন্টাল ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

মোহাম্মাদ মোস্তফা জাকির
কিশোরগঞ্জের কটিয়াদীতে ফ্রি ডেন্টাল ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কটিয়াদী মডেল থানার সম্মুখে আফজাল কমিউনিটি ডেন্টাল কেয়ারের আয়োজনে ও স্বদিচ্ছা সামাজিক সংগঠনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আফজাল ডেন্টাল কেয়ারের দন্ত চিকিৎসক মোহাম্মদ আফজাল হোসেনের সভাপতিত্বে ও কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারোয়ার হোসেন শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা । ক্যাম্প উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর ।

অনুষ্ঠান পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা প্রদান ও ব্লাড গ্রুপিং করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন স্বদিচ্ছা সামাজিক সংগঠনের সমন্বয়কারী রায়হানুল ইসলাম রানা, মনির হোসেন শিমুল, জহিরুল ইসলাম ,আব্দুল্লাহ রাতুল, নুরুল হক নাসিম, রাজিব আহমেদ, আরাফাত আল আরিফ ও মিজানুর রহমান।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে