কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের আয়োজনে বঙ্গবন্ধুর কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধায় কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদির রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক আবু তাহের, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালেক রাজু, কটিয়াদী সরকারি কলেজের সাবেক জিএস মোর্শিদ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি এনামুল হক বাবু, আওয়ামীলীগ নেতা মো. রফিকুল ইসলাম রফিক,পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন পায়েল, কটিয়াদী উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সিনিয়র সহ সভাপতি অভিজিৎ কর্মকার, মুক্তিযুদ্ধে মঞ্চের কলেজ শাখার সভাপতি মো. তারেকুল ইসলাম প্রমুখ।