মো. খাইরুল ইসলাম, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. ইব্রাহিম (২) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলা বনগ্রাম ইউনিয়নের পেরাকান্দি গ্রামে।
শিশু ইব্রাহিম পেরাকান্দি গ্রামের মো. আবু হানিফার ছেলে। স্থানীয় লোকজন জানান, বুধবার সকালে দিকে ইব্রাহিম বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ তার মা শিশু ইব্রাহিমকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের গর্তে জমে থাকা বৃষ্টির পানি থেকে সকাল ১১টার দিকে মৃত্য অবস্থায় তাকে উদ্ধার করেন।
বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল আমার প্রতিনিধি পাঠিয়েছি । তবে এ ঘটনায় পরিবারের পক্ষ কোনো অভিযোগ পাওয়া যায়নি।