কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে দক্ষিণ চরপুক্ষিয়ায় পরিবর্তন একটি সামাজিক সংগঠনের আয়োজনে বৃক্ষ রোপণ ও মতবিনিম সভা অনষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দক্ষিণ চরপুক্ষিয়া ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবর্তন একটি সামাজিক সংগঠনের সভাপতি সমিরুল ইসলাম সাইফুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম মজনু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য পরিদর্শক শামসুল ইসলাম, জালালপুর ইউপির সাবেক সদস্য খোকন মিয়া, কিশোরগঞ্জ সদর উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা রাসেল মাহবুব, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মাসুম পাঠান, ধনকীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল হাদী, পরিবর্তন একটি সামাজিক সংগঠনের সহ- সভাপতি আতিকুল ইসলাম সোহাগ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবর্তন একটি সামাজিক সংগঠনের কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সাব্বির। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবর্তন একটি সামাজিক সংগঠনের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।