নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বোরবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ইব্রাহিম, কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেন, কটিয়াদী কলেজের সাবেক ভিপি ছিদ্দিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ হোসেন, সাবেক ভিপি দুলাল বর্মন, উপজেলা মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার মো. ইসরাইল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলতাব উদ্দিন মোল্লা, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাইনুর রহমান মনির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লিয়াকত আলী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দু হোসেন, কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মস্তোফা, মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দু হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আলতাব উদ্দিন মোল্লাহ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, রাজনৈতিক ব্যক্তি ও গণমাধ্যম কর্মী।