মাসুম পাঠান
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু হয়েছে।
বুধবার সকালে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উদ্ধোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরীনা তৈয়ব।
উপজেলার ২শত ৪১টি ঠিকা কেন্দ্রের মাঝে টিকা প্রদান করা হবে। এ কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
কটিয়াদী উপজেলা ৪৭ হাজার ৮ শত ১৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সি ৫ হাজার ২ শত ৫৭ জন শিশুকে একলাখ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৪২ হাজার ৫ শত ৫৯ জন শিশুকে দুই লাখ আইইউ মাত্রার একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
চার দিনের এ ক্যাম্পেইন চলবে আগামী রোববার পর্যন্ত। তবে, শুক্রবার এ কার্যক্রম বন্ধ থাকবে।