মাহমুদ কামালঃ
কিশোরগঞ্জে কটিয়াদীতে সামাজিক সংগঠন “আশ্রয় ” এর পক্ষ থেকে উপজেলার আচমিতা ইউনিয়নে মহামারী করোনার প্রদুর্ভাবে কর্মহীন দরীদ্র একশত মানুষের মাঝে সোমবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দেশে মহামারীর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আশ্রয়ের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ইউনিয়নের ৯ টি গ্রামে ১০০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের সদস্যগণ খাদ্যসামগ্রী পৌঁছে দেন। বিতরণ কাজে অংশগ্রহণ করেন সামাজিক সংগঠন আশ্রয়ের সমন্বয়কারী কামাল মাহমুদ, রাজীব সরকার পলাশ, মো. শফিকুল ইসলাম ও সদস্য সাব্বির আহম্মেদ ফয়সাল প্রমুখ। বিতরণ যাতে সরকারি ত্রাণের সাথে অভার লেপিং না হয় তার জন্য খাদ্যসামগ্রী বিতরণকৃত ১০০ জনের তালিকা উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি পাওয়ার পর খাদ্যসামগ্রী বিতরণের উদ্যােগ গ্রহন করা হয়। ।২০০২ সালে প্রতিষ্ঠিত হওয়া এই আশ্রয় সংগঠন মানবতার কল্যাণে কাজ করে আসছে। হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান,উপকরণ সামগ্রী বিতরণ,শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ,দরিদ্র রাগীদের চিকিৎসার খরব বহন,বাল্য বিবাহ বন্ধকরণ,বৃক্ষ রোপন কর্মসুচি,পাখির জন্য আবাসস্থল নির্মান,নিরাপদ সড়কের দাবীতে আন্দোলন, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন,জুয়া খেলা বন্ধকরণ সহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে এই সামাজিক সংগঠন আশ্রয়।