কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান এর সাথে রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান। ইউনিটির সহ-সভাপতি রফিকুল হায়দার টিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফখর উদ্দিন ইমরান, যুগ্ন সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংবাদিক ছাইদুর রহমান নাঈম ।
এ সময় আরো উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি নজরুল ইসলাম মজিব, সাংগঠনিক সম্পাদক মাইনুল হক মেনু, দপ্তর সম্পাদক মাসুম পাঠান, মাছুম বিল্লাহ তাহের, এসএম নজরুল ইসলাম, মুজাহিদ বিন জালাল, মিয়া মোহাম্মদ ছিদ্দিক, মো. আব্দুর রউফ, খায়রুল ইসলাম প্রমুখ।