গতকাল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ( নাসা) প্রধান কায্যালয় ওয়াশিংটন এ নাসা ও স্পেস অ্যাপ বাংলাদেশ এর সাথে এক মিটিং অনুষ্ঠিত হয়েছে, উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন নাসার প্রধান বিজ্ঞানী এলেন স্তোফান, সিটিও দেবরা দিয়াজ, ওপেন ইনভেনশনস প্রোগ্রাম মানেজার বেথ বেক ও নাসার সিনিয়র ইন্টারন্যাশনাল রিলেশন স্পেশালিষ্ট নিল নিউমেন, এবং স্পেস অ্যাপ বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন কনভেনর আরিফুল হাসান অপু, আন্তর্জাতিক উপদেষ্টা মাহাদি জামান ও উওট সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ এর প্রধান তৌহিদ ভুইঞা। Space Apps Project Accelaretor, NASA Innovation Centre সহ বাংলাদেশ থেকে কিভাবে নাসার সাথে আমাদের দেশের ছাত্র/ ছাত্রী ও আমাদের প্রফেশনালরা কাজ করতে পারে এইসব বিষয়ে বিস্তারিত আলোচনায় হয়। এছাড়া ও আগামি আগস্ট মাস থেকে শুরু হতে যাওয়া প্রজেক্ট এক্সসিলারেটর প্রোগ্রাম এর কারিগরি সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এলেন স্তোফান বাংলাদেশ এর বিভিন্ন ইনভেনশনস এর প্রশংসা করেন এবং তিনি বাংলাদেশ এর সবাইকে শুভেচ্ছা জানান।
ওয়াশিংটন-এ নাসা ও স্পেস অ্যাপ বাংলাদেশ’র মধ্যে এক সভা অনুষ্ঠিত
প্রকাশ : Jul 20, 2016 | Comments Off on ওয়াশিংটন-এ নাসা ও স্পেস অ্যাপ বাংলাদেশ’র মধ্যে এক সভা অনুষ্ঠিত
