শিকড় সন্ধানে প্রতিবেদক
বীমা পেশায় নিয়োজিত এজেন্টদের দক্ষতা বৃদ্ধির স্বার্থে প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আর ২০১৫সালের জারিকরা কর্তৃপক্ষের ওই নির্দেশনায় বলা আছে, বীমা পেশায় নিয়োজিত এজেন্টদের লাইসেন্স গ্রহণ অথবা নবায়নের জন্য ৭২ ঘন্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক।
এদিকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আজ মঙ্গলবার বিকেলে পুরানা প্লটনে ‘একাডেমি অফ লানিং লিমিটেডের কার্যালয়ে চার্টার্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের’ মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে ‘চার্টার্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের’ সকল এজেন্টদের প্রশিক্ষণ দেবেন ‘একাডেমি অফ লানিং কর্মকর্তারা।
আজকের এই চুক্তিতে ‘একাডেমি অফ লানিং লিমিটেডের পক্ষে এমডি মো. মাছউদুর রহমান এবং ‘চার্টার্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের’ পক্ষে মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম স্বাক্ষর করেন। এছাড়া এইস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একাডেমি অফ লানিং লিমিটেডের হেড অব একাডেমিক্স মোহাম্মদ আলমগীর কবির, সিনিয়র কর্মকর্তা মো. মতিয়ার রহমান এবং ‘চার্টার্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের’ সেলস ম্যানেজার মুত্তাকীন ইসলাম মুক্তা, ডেপুটি এজেন্সী ডাইরেক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ,অর্থ কর্মকর্তা বিপুল চন্দ্র নার্থ প্রমুখ।
একাডেমি অফ লানিং লি:ও চার্টার্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানীর মধ্যে চুক্তি
প্রকাশ : Apr 13, 2016 | Comments Off on একাডেমি অফ লানিং লি:ও চার্টার্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানীর মধ্যে চুক্তি