ঘটনা প্রবাহ ডেস্ক:
উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবীতে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের মানববন্ধন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা “উপ-সহকারী কৃষি কর্মকর্তা” ও সমমান পদধারীদের চাকুরীর প্রারম্ভিকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ মানববন্ধন ও র¨hvলী করেছে।১৯শে নভেম্বার শনিবার বেলা ১১.০০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও র¨hvলী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথী বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি জহিরুদ্দিন মবু বক্তিতায় বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে ও কৃষকদের অধিকার নিশ্চিত করণে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন অবদান রেখে চলেছেন এবং ২৩শে অক্টোবর২০১৩ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত হওয়ায় খুব দ্রুততর সময়ে “উপ-সহকারী কৃষি কর্মকর্তা” পদে প্রারম্ভিকে ১০ম গ্রেড এর ন্যায্য এ দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোড় দাবী জানিয়েছেন। সহ-সভাপতি ডাঃ জালাল উদ্দিন বলেন, কৃষি ও কৃষকদের জীবনমান উন্নয়নে ও কাজে আরো গতিশীলতা আনয়নে আমাদের দাবি যতার্থ এবং সময় উপযোগী। সংগঠনে কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এম এইচ রহমান ফুয়াদ বলেন, কৃষকের পাশে দিনরাত পরিশ্রম করে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ আত্মনির্ভরশীল করে গড়ে তুলছে।তাই সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে উপ-সহকারী কৃষি-কর্মকর্তাদের ১০ম গ্রেড বাস্তবায়নের বিকল্প নেই। সারাদেশ হতে আগত উপ-সহকারী কৃষি-কর্মকর্তাদের মধ্যে শাহান শাহ তার বক্তৃতায় বলেন ” বঙ্গকণ্যা যা ঘোষনা দেন তা বাস্তবায়ন করেন, তবে আমাদের ১০ম গ্রেড কেন বাস্তবায়ন হচ্ছে না সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করি”।উপ-সহকারী কৃষি-কর্মকর্তা রাসেল মাহবুব তার আলোচনায় বলেন ” একই সম-মানের যোগ্যতায় ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা নার্স গন যদি ১০ম গ্রেড পায় তবে আমরা ডিপ্লোমা কৃষিবিদ উপ-সহকারী কৃষি-কর্মকর্তাগন কেন পাব না”। তিনি ন্যায্য এ দাবী দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান। এছাড়াও উপ-সহকারী কৃষি-কর্মকর্তা মমিনুল হক,মোশারফ হোসেন,শাহরিয়ার,জিন্নাহ আজাদ,জাকির হোসেন, রাকিব হোসেন আনোয়ার, শহীদুল্লাহ, সাইদ সারোয়ার,মারিয়াম জাহান পাখি সহ অনেকেই ন্যায্য এই দাবী পক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর সহ সম্পাদক মকিনুল ইসলাম ফারুক ওঅন্যান্যদের মধ্যে আরিফুল জহির, ববিউল্লাহ ববি, কৃষিবিদ হাওলাদার ও মোঃ শাহিনুল আলম সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।