logo

ইউটিউব মাতাচ্ছেন শাকিব-বুবলি

বিনোদন রিপোর্ট :

শবনম বুবলি ও শাকিব খানঢালিউড কিং শাকিব খান ও নবাগত নায়িকা শবনম বুবলি অভিনীত ছবির একটি গান ইউটিউব কাঁপাচ্ছে। রোববার প্রকাশিত মুক্তিপ্রতীক্ষিত ‘বসগিরি’ ছবির ‘দিল দিল দিল’ শীর্ষক গানে এ জুটির নাচ দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। গানটি ইউটিউবে প্রকাশের পর প্রতিবেদন তৈরির আগ পর্যন্ত এতে প্রায় আড়াই লাখ হিট পড়েছে।
জানা গেছে, রোমান্টিক ঘরানার এই গানের কথা লিখেছেন কবির বকুল। সুর করেছেন শওকত আলী। এতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান ও কনা। প্রকাশিত গানে টপ শটে দেখা যায়, সুসজ্জিত পর্যটন এড়িয়া। পরের দৃশ্যে দুজনকেই গিটার হাতে নাচতে দেখা যায়। কালো রঙের প্যান্টের সঙ্গে টপস পরে ক্যামেরায় ধরা দিয়েছেন বুবলি। শাকিবকেও দেখা যায় ভিন্ন লুকে। এ সময় নাচের তালে দুজনকে ‘দিল দিল দিল’ গানটি গাইতে শোনা যায়। এর মাধ্যমে প্রথমবার কোমর দোলাতে দেখা গেল বুবলিকে। পুরো গানজুড়েই অভিব্যক্তির মাধ্যমে শাকিব-বুবলি রোমান্টিক আবহ তৈরি করেছেন।

এ প্রসঙ্গে বুবলি জানান, ‘দিল দিল দিল’ গানের জন্য আমাকে বিশেষ প্রস্তুতি নিতে হয়েছিল। সংশ্লিষ্ট সবাই ভেবেছিলেন বুবলি না জানি কেমন করেন! কিন্তু দিনের শেষে ভালোভাবেই উতরে যেতে পেরেছিলাম। শাকিব খানের প্রশংসাও পেয়েছি। দৃশ্যধারণের পর শাকিব বলেছিলেন, ‘বুবলি, তুমি তো ভালোই নাচ!’
এদিকে, ‘বসগিরি’ ছবির মুক্তিকে সামনে রেখে এরই মধ্যে এর টিজার ও ‘মন তোকে ছাড়া’ শিরোনামে গানটি প্রকাশিত হয়েছে। অন্যদিকে রোববার ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এটি ঈদে সারাদেশে মুক্তি পাবে। শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবিতে শাকিব খান ও শবনম বুবলি ছাড়াও আরো অভিনয় করেছেন রজতাভ দত্ত, সাদেক বাচ্চু, শিবা সানু, ডিজে সোহেল, সুব্রত প্রমুখ। এ ছাড়া এবার ঈদে শাকিব-বুবলি অভিনীত ‘শুটার’ ছবিটিও মুক্তি পেতে যাচ্ছে। তাই বর্তমানে শাকিব-বুবলি ছবিগুলোর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ প্রসঙ্গে বুবলির ভাষ্য, ‘শাকিব ভাইয়ের মতো নায়কের বিপরীতে নায়িকা হিসেবে একই ঈদে আমার দুটি ছবি মুক্তি পাচ্ছে। এটা কল্পনাও করিনি। আর কোনো নায়িকার বেলায় এমন হয়েছে কি-না জানি না। তাই আমি খুব আনন্দিত। এটা আমার ক্যারিয়ারের অনেক বড় প্রাপ্তি। তবে জোড়া ছবি মুক্তির আনন্দে ভাসলেও আমার দুশ্চিন্তাও কম নয়। ছবি দুটি ভালো চলবে এমনটাই প্রত্যাশা। আমি বিশ্বাস করি, দর্শকরা আমাকে সুন্দরভাবেই গ্রহণ করবেন। কারণ আমি ছবিগুলোর জন্য প্রচুর পরিশ্রম করেছি। দর্শকদের ভালো লাগলে আমার চেষ্টা সার্থক হবে।’

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে