logo

আবারো বিয়ের পিঁড়িতে বসছেন তাসকিন

বিনোদন ডেস্কঃ ফের বিয়ের পিঁড়িতে বসেছেন ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত তারকা তাসকিন রহমান। পাত্রীর নাম জান্নাত ফেরদৌস। তিনি ইতালি প্রবাসী। দুই পরিবারের সম্মতিতে ১১ জুন সন্ধ্যায় মিরপুরের একটি বাসায় ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

তাসকিন জানিয়েছেন, আটমাস আগে একটি পার্টিতে জান্নাতের সঙ্গে প্রথম দেখা হয়। তিনমাস প্রেম করার পর পারিবারিক সম্মতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়। বর্তমানে তারা একসঙ্গেই রয়েছেন বলেও জানিয়েছেন তাসকিন।

তাসকিনের এটি দ্বিতীয় বিয়ে। ২০১৭ সালে শুরুর দিকে তিনি নুসরাত নামে এক মেয়েকে বিয়ে করেছিলেন। ওই সংসার একমাসের মধ্যেই ভেঙে যায়। তবে গুঞ্জন রয়েছে, এটি তাসকিনের তৃতীয় বিয়ে।

২০১৭ সালে মুক্তি প্রাপ্ত ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন এ অভিনেতা। এরপর ‘যদি একদিন’ ও ‘বয়ফেন্ড’ ছবিতে দেখা গেছে তাকে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মিশন অ্যাকস্ট্রিম’, ‘আদি’, ‘অপারেশন অগ্নিপথ’, ‘মৃত্যুপুরী’ ও ‘সুলতান দ্য সেভিয়ার’।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে